এত মোহগ্রস্ত হই কেন বাংলার শীতে!
কী আছে এতে!
এত স্নিগ্ধ, এত কোমল কেন এই শীত!
বাংলার মাটির ঝাঁজালো গন্ধে বেষ্টিত এই শীত,
মিষ্টি কুয়াশার সাদা চাদরে আচ্ছাদিত এই শীত।
পাটিসাপটা, নারু, দুধ পুলি, পাক্কন, চিতই আর ভাপা পিঠা ছাড়া বাংলার শীত কল্পনাই করা যায় না,
এই শীত অকল্পনীয় সরালী, কাঠঠোকরা, ছোট বসন্ত বাউরী, হুদহুদ, নীলকণ্ঠ, নীলটুনি, রাতারাদের কলকাকলি ছাড়া।
মাটির হাঁড়ির ঠাণ্ডা খেজুরের রস গ্রাম-বাংলার শীতকে দেয় পূর্ণতা,
শীত শেষে রাজা বসন্ত এসে দূর করে প্রকৃতির সকল জীর্ণতা।