আমি না থাকলে এই পৃথিবী কি থামবে?
না, ধরা তার আপন গতিতেই এগুবে।
ঠিকই সকালে পাখির কলকাকলিতে চারদিক মুখরিত হবে,
ঠিকই সন্ধ্যায় পাখিরা নীড়ে ফিরে যাবে।
আমার অনুপস্থিতিতে থামবেনা রজনীতে তাজা পদ্ম ফুটা,
আমার না থাকা থামাবেনা ফুটন্ত শাপলায় মৌমাছির খেলা।
তুলোর মতো মেঘমালা আগের মতোই আকাশে বিচিত্র নকশা আঁকবে,
রাতের তারাগুলো যথাসময়ে প্রজ্বলিত হয়ে অন্ধকারে আলোর খেলা দেখাবে।
এই বসুন্ধরা, এই প্রকৃতি কারোই আপন নয়,
আপনতো কেবল বিধাতাই হয়।