কত সৌভাগ্য তাদের যারা মদিনার ঝাড়ুদার,
সময়ে সময়ে জিয়ারতে যায় তারা পবিত্র রওজার!

কত সৌভাগ্য তাদের যারা রসুলুল্লাহর শহরের ঝাড়ুদার,
তারা প্রতিনিয়ত দেখছে সেই মাটি মদিনার,
যেই মাটিতে লেগে আছে পাক কদম রসুলুল্লাহর।

আমিও যদি পবিত্র মদিনার ঝাড়ুদার হতে পারতাম,
প্রতিনিয়ত আমার প্রাণের চেয়েও প্রিয় রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায় সালাম দিতাম।

কখনো বা সবুজ গম্বুজের সামনে অশ্রুসিক্ত নয়নে তাকাতাম,
আর নাতে রসুল পড়তাম।

কখনো বা সবুজ গম্বুজের পাশে বসে সিরাতের কথা পড়তাম,
আর সাড়ে চৌদ্দশত বছর আগের সেই স্বর্ণ যুগে হারিয়ে যেতাম।

আমি যদি হতাম মদিনার ঝাড়ুদার,
সেই পবিত্র রওজার সামনে বারবার পড়তাম —সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।