কবিমন যেন আজ কোথায় হারিয়ে গেলো,
কবিতার পঙক্তিগুলো সব এলোমেলো হলো।

আজ আমি নিসর্গটাকে নতুনভাবে দেখতে চাই,
আজ আমি আকাশের তারাগুলোকে গুনতে চাই,
সবুজ অরণ্যের মাঝে আমি আজ নিজেকে খোঁজে পাই,
আবার অগোছালো পঙক্তিগুলোকে আমি নিজের মতো করে সাজাতে চাই।

আমি আমার আমিকে নতুনভাবে জানতে চাই,
আমি এক নতুন সূর্যোদয়ের নতুন মহাকাব্য রচতে চাই,
আমি নিজেকে নতুনরূপে কাব্যের মাঝে খোঁজে পাই,
আমি শোষক আর শোষিত মুক্ত নতুন এক পৃথিবীর কবিতা লেখতে চাই।