ঐ নীল আকাশের দিকে তাকিয়ে দেখো—
সে কত বিস্তীর্ণ, বক্ষ তার কত বড়ো,
আর আকাশের ঐ বিশাল বুকে ঠাঁই পেয়েছে সাদা মেঘ, তারা, উড়ন্ত পাখি, সূর্য এবং চন্দ্রও।
ঐ আকাশের বুকে সাদা মেঘ থেকে শুরু করে উড়ন্ত পাখি সব আছে,
অথচ তার কোনো অভিযোগ-অভিমান নেই এই নিয়ে,
তাইতো খোদা তাকে প্রশস্ত বক্ষ দিয়েছে।
ঐ নীল আকাশের মতো হও—
অন্তরকে প্রশস্ত করে সবাইকে আপন করে নাও,
শত্রু থেকে প্রতিশোধ নয়; তাকে ভালোবেসে বন্ধু হও,
বন্ধু-শত্রু, আত্মীয়-অনাত্মীয় সবার মাঝে প্রেম ছড়িয়ে দাও,
এভাবে আকাশের মতো তুমিও বর্ণিল হও।