হে উড়ন্ত বলাকা
কোথা যাও উড়ে
কোন্ সুদূরে
নিয়ে যাও মোরে ।

আমারও ইচ্ছে করে
তোমার মত করে
উড়ে যেতে
নিরুদ্দেশে ।

এই দেয়াল ঘেরা প্রাসাদে
অক্সিজেন নেই ঠাসা যে
আটকে আসে দম
নিয়ে যাও মোরে
সবুজের সমারোহে
প্রজাপতি যেথা নৃত্য করে হরদম ।

দেখব গোধূলীর আকাশে
কেমনে আলপনা আঁকে
অস্তরবি
এই ঝার বাতিতে
আর ভাল লাগে না
মিথ্যে মনে হয় সবই ।

এই যান্ত্রিকতার যুগে
হয়ে ওঠছি যান্ত্রিক
অটোমেটিক
তাই জীবন হারাচ্ছে তার রূপ
হয়ে ওঠছে ক্রমশই
রোবটিক ।

তবু ইচ্ছে করে মাঝে মাঝে
মাটির ঘরে মাটির মানুষ হয়ে
কোন এক চাঁদনী রাতে
হাত রেখে কারো হাতে
মুখে নয় চোখের চাহনিতে
মনের যত ব্যাকুলতা ছড়াতে
রাতের পরতে পরতে সারা রাতভর
আর নাইবা লিখলাম কি হবে অতঃপর ।