হায়রে মানব জাতি
কেন মনের কক্ষ অন্ধকার করে রেখেছ নিভায়ে বাতি ?
জ্বালাও প্রাণে আগুনের পরশমণি
দেখতে পাবে তক্ষণি
তুমি কতটা ঋণে ঋণী।
পূর্ব পুরুষের ঋণ মেটাতে
জন্ম লভিয়াছ তুমি এ জগতে
আর কতকাল বইবে এ ঋণের বোঝা
আর কতকাল ছড়াবে তা পরবর্তী প্রজন্মতে ?
কেন তুমি বুঝ না যে
পূর্ব জন্মের পাপ মোচন তরে
তব নব জন্ম লাভ
এতটাই যদি উদাসীন থাক
এতটাই কর পাপ
গড়মিল হয়ে যাবে যে সব হিসাব।
যদি মেটাতে চাও ঋণ
লভিতে চাও নির্বাণ
পাপমুক্ত করে নষ্কলুষ কর
এক্ষণি তব প্রাণ।