যদি চলে যাই দূরে, বহুদূরে
দূরের কোন দেশে
যদি ক্লান্ত শরীর নুয়ে পড়ে
বয়সের ভারে
যদি আত্মসমর্পণ করিতেই হয়
মরণে
যদি আর উঁকি না দেয় আমারই মুখ
তোমাদের গগনে
যদি হারিয়ে যায় সব স্মৃতি
বিস্মৃতির গহ্বরে
যদি আর না শোন আমারই কথার প্রতিধ্বনি
দখিণা সমীরণে
যদি আর কেউ বসে না থাকে বাতায়নে
আমারই স্মরণে
যদি আর পাখি নাহি গান গায় অকারনে
বসন্তে
যদি আর ফুল নাহি ফোটে কাননে
অবচেতনে
যদি আর সব কলঙ্ক নাহি যায় ধুয়ে
গঙ্গাস্নানে
তবু জেনে রেখ –
আজিকার এ কথার মালা,এ কবিতা
ভরিয়ে দেবে তব মন
কোন এক স্বর্গীয় আবেশে ।