স্বপ্নগুলো জড়ো হল আজ শান্ত নদীর তীরে,
ভিষন কালো আঁধারে মোড়া স্মৃতিগুলোর ভীড়ে
হারিয়ে গেছে ছিল যত নিগূঢ় নিঝুম রাত্রি,
স্বপ্নগুলো আজ শুধুই মৃত্যুপথযাত্রী।
অনেক দূরে দাড়িয়ে আছে আমার আশা যত,
ফিরবে না সে যতই ডাকি, আবার আগের মত।
সে যেন আজ অজানা কেউ, অচেনা সে আজ;
মুমূষু সে, মৃতপ্রায় সে, তবু সেজেছে নতুন সাজ।