কত নিষ্ঠুর তুমি হে দুরত্ব,
কত পাষাণ তোমার মন?
বেড়েই চলেছ দিনকে দিন,
বাড়ছ আজীবন!!
কত নীরব তুমি হে দুরত্ব,
কত গোপন তোমার ভাষা?
হাজার বছরের ক্লান্তি শেষে;
শুদ্ধ ভালবাসা!!
কতটা আশা তুমি হে দুরত্ব,
কত স্নিগ্ধ তোমার পথ?
সকলেরে তুমি স্বপ্ন দেখাও;
দেখাও সুখের রথ!!
কতটা ক্লান্ত তুমি হে দুরত্ব,
কত কাল খেটেছ বৃথা?
এবার তবে একটু জিরোও;
কাটাও নীরবতা!!