মুহাম্মদ আবুল হুসাইন
হাজার বছর ধরে-
পাঁজরের বিস্তীর্ণ প্রান্তরে
গহীন কন্দরে
কষ্টের জল প্রপাত।
হাজার বছর ধরে
আমার হৃদয় খুড়ে
প্রেমের অশ্রুপাত।
কখনো হাসি আমি, পৃথিবীকে
ভোরের হাসির মত মনে হয়
কখনো বা কাঁদি, পৃথিবীকে
মনে হয় বড়ই বিরাণ...
একি আশ্চর্য মানবী তুমি!
তুমি হাসলে পৃথিবী বেহেশত হয়ে যায়
তোমার বিমুখতায়
আমি কোকড়ানো পাণ্ডুর পাতা হয়ে যাই...