মুহাম্মদ আবুল হুসাইন
মন চায় এখানেই থেকে যাই
এখানে সবুজ পাখি হয়ে তোমরা সবাই
ঘুরে বেড়াও আনন্দ উৎসবে
দল বেঁধে হাত ধরে ধরে, গান গাও কলস্বরে
স্বপ্নিল বাগিচা প'রে।
এখানে চপলা ঝরণা
মাথায় জড়ানো তার রূপালী ওড়না
আঁকাবাঁকা পথ বেয়ে গান গায়, নৃত্য করে কত
গাঁয়ের বালিকার মত!
জানি, অপূর্ব সুন্দর সব ডানা মেলে মেলে
কবিতার কলস্বরে মেতে ওঠো তোমরা,
প্রিয় সাথীরা আমার!
আমারও মন চায় যে আসি এখানে...
কিন্তু দেখো, পৃথিবীর মায়ার ছলনায় আমার যে বিকলাঙ্গ পাখা....
আরশের ছায়ায় এই কবিতা সন্ধ্যায়
আসার গেইট-পাশ নেই যে আমার...