ইতিহাসে ঘুনে ধরে দশকে দশকে
দশের দেশে সাধু সেজে কর্পোরেট
মাফিয়া ; ঘুরে দেশ দেশান্তরে।
টাকায় বিকে যায় বাজারের বড় বড় মুখ
সাধুবাদ আর অভ্যর্থনা যাদের নিত্য কাজ
বাকি কিছু পুটিমাছ পচে যায় সত্যের পচা ডোবাতে।
ফিরেছে বাংলার আরব বসন্তের মহাকাল
যেখানে দাফন অসহায়ত্ব
মৃত মনে ফোটে শুধুই রক্ত পলাশ
সেচ্চাচারী সিন্ডিকেট বিকায় মানুষের লাশ।
আজ চামড়ার দামে আস্ত মানুষ কেনে
এত চড়া সব যেন পিছনে আগুণ লেগেছে
চার গুণ বেড়েছে দাম মৌলিক চাহিদার
যেন পৃথিবীর খুব টাকা দরকার।
ক্ষমতার লালসায় ছড়ায় গোলা বারুদের ঝাঁঝ
টাকার মোহে দুনিয়া দেখে গনকবরের সাজ।