জীবনের গল্পে হেরে যাওয়ার গ্লানি
ভুলতে পারবে কী আমার ব্যর্থতা?
চিনবে কী এই সমাজ সভ্যতা
যা গড়া নিজের হাতে বর্ধিত সত্যতা।
ভালোবাসার মুক্ত বিহঙ্গের উড়ে চলা
দেখবে কী গোধূলির রংধনু ভেলা?
বৃষ্টি ভেজা কৃষ্ণ চূড়ায়, ফুটবে কী লালচে আভা!
জোনাকির মহুয়ায়, সুর উঠবে কী আগমনী বার্তা!
চাইবে কী আমার পুরনো প্রেমিক সত্তা
নিরুপায় আমি! যে অতীতে করেছি হত্যা।
রক্তের দাগে দুহাত মাখা,
ক্ষোভে ভরা বুনো হিংস্রতা
এভাবেই কী চলবে আমার আত্মহননের বোঝা!
নাকি অস্তিত্ব বাঁচাবে!
তোমার সেই শুদ্ধতায় ভরা ছোঁয়া
দূরে দূরে চলা মুসাফিরকে বলবে
জমা স্মৃতির ধুলোয় দাফন করা ভালোবাসা।
প্রাক্তন, আমার চোখে তোমার প্রতীক্ষার ছায়া
আসবে কী ফিরে?
পুরনো শহরের বিষাদ ক্লান্ত সভ্যতায় ।
চাইবে কী আবার আমাকে?