লিখে কেন মানুষ?

হয় মনে আগুণ জ্বলে
নয়তো সমাজে আগুন জ্বলে।

ইতিহাস কেন বিকৃত হয়?

এক ভয়
আরেক বাধ্যবাধকতা।

ভবিষ্যৎ কেন অতীতকে বিশ্বাস করে না?

কারণ  বর্তমান নিজের অবস্থানকে
চিহ্নিত করতে পারে না।
সে যেন এক ভাসমান কীট।