বাঁচার আকুতি নেই আর
হৃদয় জমছে সত্যের আধার
আগুনের মোহে দংশিত আত্মা আমার।
চিরায়ত বিশ্বাসের উপরে চলেছি
একাকী নিঃসঙ্গতার পাহাড়ে।
সঙ্গী আমি নই তোমার
আমি বিধাতার পরিহাসে প্রতিকৃতি বারংবার
পার্থিবতায় কলঙ্কিত এই সত্তা আমার ।
ডুবছি আমি পাপের সমুদ্রে
জাহাজি বেশে দিগন্তে চেয়ে
বাতাসে উড়ছে কথার উপহাস
হেরে গেছি আমি সত্যের আধারে ।
ফিরবো আমি অদূরের কোনো বর্তমানে
সত্যের মধ্য প্রহরে পাবে আবারও আমাকে।