জানিস তোরা সংসার কি?
রক্তের মানুষ আর বিরক্তের মানুষকে
এক করে রাখা
তাদের নিয়ে গড়ে তোলা কাঠামো।

জানিস তোরা যুদ্ধ কি?
দালানের শহরে অদ্ভুত সময়ে
মানুষকে আগলে রাখা।

জানিস তোরা মৃত্যু কি?
জীবিত দেহে
আত্মার অস্তিত্ব বেঁচে দেওয়া।