শহরতলী আজ রঙে মাখা
লাল-সবুজের মিশ্রণে।
সূর্যের লালচে মোহ মায়ায়,
ভাসে শিমুল তলা।
সবুজের আবহে ডানা মেলে,
উড়ন্ত মুক্ত প্রাণ প্রজন্মরা ।
তাদের বিশ্বাসে একটায় অনুভূতি
জমতে থাকে; এক স্রষ্টার দর্শনে
মুক্ত হয় এ শহরতলী।
তারা প্রশ্নবান ছুড়ে
ইতিহাসের প্রবর্তক হেরোডোটাসকে?
স্রষ্টা কি প্রচন্ড শক্তির অধিকারী?
নাকি তাঁর সৈন্য বাহিনী তাঁকে
করেছে ইচ্ছে পূরণের জাদুর কাঠি!
তাঁর মুখ নিঃসৃত বাক্যে
কি এতটাই কার্যকরী!
হেরোডোটাস বলেন,
এই মাহাত্ম্য অতি গোপনীয়!