আলো অন্ধকারের এই খেলা
বিশ্বাস আর স্বপ্ন হারানোর মেলা।
বাস্তবতার ভীড়ে রঙ তামাশার ভেলা
কত আর আছে জীবনের বেলা।
থেকে থেকে ঠকে ঠকে
জীবন জুয়ার নেশার ভীড়ে
স্বপ্নের বাস্তবতা ঘিরে
ধীরে ধীরে নীড়ে ফিরে
গুটিয়ে গুটিয়ে চলতে শিখে গেছি নিজে
সাজিয়েছি কাল্পনিক অস্তিত্ব
আমার কাল্পনিক চিত্র
জমিয়েছে হাজারো মেকি পার্থ
আভিধানিক অর্থ সমার্থ
তবুও মিল নেই তার চরিত্র।
কল্প তরুর কাব্য বিলাস
বেদনার জ্ঞানে অর্জিত অভিলাষ
আমার নশ্বর পরিহাস
বাকিটা শুধুই পাতিহাস।