দীর্ঘ রাতের দেয়ালে,  জোনাকি উড়ালে
ভালোবাসা ভালো থেকে যায়, ক্লান্তি শেষে।

হতাশার দুয়ার খোলা, চর্কির দুরন্ত চলা
ভেবে যায় দিন, ভেবে যায় রাত্রিবেলা
কী রঙিন!  অদ্ভুতবেশী তুমি সাজো দেখি
নতুন ফুলের ডালে কামিনী ফুলের দলে
এসেছে নতুন দিন।

ভালো থেকো, ভালো রও
মন্দের খোঁজ নাও
অদ্ভুত তান্ডবে হারিয়ে ফেলেছি নাও
কোথা যাবে বলো তো শুনি?
কামিনী, কোথা যাবে বলো তো শুনি?.

শুকতারা উঠেছে, শালিকের ডাকে তে
কী বিশাল পৃথিবী, আমাদের মাঝেতে
তবুও মোরা দেখি না তো তাহাকে।।

তুমি ভাবো তোমাকে, হিসেবের খাতাতে
অনুভুতি মেপে যাও একাকী।।

আমাদের খেয়ালে, হৃদয় জুড়ালেও
ভাঙ্গে গড়ে চলে তো পৃথিবী।।
মানুষের মাঝে তাই খুঁজি আশ্রয়
কে আপন করবে যে আমায়?

ভালোবাসা ভালো রয়, হৃদয়ে জমেছে ভয়
মোহ মায়া বুনে চলেছে সংশয়।
তবুও মোরা ভাবি নাহ আসবে দুঃসময়
যা যা হবে দেখা যাবে নিশ্চয়।

তুমি ভাবো তোমাকে, হিসেবের খাতাতে
অনুভুতি মেপে যাও একাকী।।

আমাদের খেয়ালে, হৃদয় জুড়ালেও
ভাঙ্গে গড়ে চলে তো পৃথিবী।।