লিখো লিখো নাম
হারিয়েছে যে নাম
লিখো লিখো নাম
হারিয়েছে তাঁর নাম
উড়ে গেছে যে নাম
ঐ নীলে
সাদা মেঘের কান্নায়
ফিরে আসে
এ আমার বর্তমানে
তুমি ভ্রমের রাজকন্যা
ফিরো রাতের আধারে
দুটো মানুষের ভীড়ে
কত মানুষ এসে যায়
দুটো স্বপ্নের ভীড়ে
কত ঘুম ভেঙে যায়
কত রাতের অপেক্ষায়
একসাথে গল্প শোনা যায়
দেয়ালের অলি গলিতে
তোমার আমার
লিখো লিখো নাম
হারিয়েছে যে নাম
লিখো লিখো নাম
হারিয়েছে তাঁর নাম
হারানো সময়ের পাতায়
আমি আবারও তোমার
হয়ে বাঁচতে চাই
এই দুনিয়ায়
কে কোথায় আছি যাযাবর
কোন অজানায়
কত রাতের অপেক্ষায়
একসাথে গল্প শোনা যায়
দেয়ালের অলি গলিতে
তোমার আমার
উড়ে গেছে যে নাম
ঐ নীলে
সাদা মেঘের কান্নায়
ফিরে আসে
এ আমার বর্তমানে
তুমি ভ্রমের রাজকন্যা
ফিরো রাতের আধারে
লিখো লিখো নাম
হারিয়েছে যে নাম
লিখো লিখো নাম
হারিয়েছে তাঁর নাম
দুটো মানুষের ভীড়ে
কত মানুষ এসে যায়
দুটো স্বপ্নের ভীড়ে
কত ঘুম ভেঙে যায়
কত রাতের অপেক্ষায়
একসাথে গল্প শোনা যায়
দেয়ালের অলি গলিতে
তোমার আমার
উড়ে গেছে যে নাম
ঐ নীলে
সাদা মেঘের কান্নায়
ফিরে আসে
এ আমার বর্তমানে
তুমি ভ্রমের রাজকন্যা
ফিরো রাতের আধারে
লিখো লিখো নাম
হারিয়েছে যে নাম
লিখো লিখো নাম
হারিয়েছে তাঁর নাম।