মানবের মৃত্যু হয়,
ফাঁসি হয় ইচ্ছের।

দানবের জন্ম হয়,
বোঝা হয় দায়িত্বের।

ব্যক্ত্বিত্বের পুনর্জন্ম হয়,
শিশু হয় রোবটের।

আত্ম চিন্তনের সমাপ্তি হয়,
চেনা পথ হয় অবলম্বনের।

মৃত ইচ্ছে গুলো জমাতে হয়,
নতুনের জন্য।
দাফনের কাপড় হয়,
নতুনের স্বপ্ন।

জলসার সম্মিলন
জেষ্ঠ্যের জন্য।
জানাযার সম্মিলন,
কনিষ্ঠের জন্য।


[ পৃথিবীর একটা মোটা অঙ্কের মানুষ বড়দের স্বপ্ন বাস্তবায়নের জন্যই ব্যস্ত থাকে। তাদের নিজের ইচ্ছের কোনো মূল্য থাকে না। তবে যখন তাদের নিজের ইচ্ছে পূরণের সময় থাকে না, তখন তারা নিজেদের মৃত ইচ্ছেগুলো বাস্তবে পরিণত করতে চায় নতুনদের মাধ্যমে। তারা চায়, তাদের মৃত ইচ্ছে গুলো তার সন্তান পূরণ করুক,নয়তো অন্য কেউ।
তারা শুধু সেসবের বাস্তবায়ন দেখতে চায়।
এভাবেই ধারাবাহিক নিয়মের একটা অদৃশ্য দায়িত্ববোধ (Chain of Invisible Obligation) দেখা যায়]