আগ্রাসনের শঙ্খনাদ বেজে উঠল
গোলাপ ফুল ফুটবার সময় হলো
প্রতি রক্ত বীজের প্রস্ফুটিত হতে
বারংবার লাঞ্ছিত হলো ।
ছায়ার জন্য কাটলো গাছ
ভূমির জন্য মারলো মানুষ।
প্রদীপের জন্য জ্বালালো আগুন
ঘুমের জন্য কেড়ে নিল শ্বাস।
সীমানা রক্ষাতে নামালো সাঁজোয়া যান
অন্যের ভূমি দখলে উন্মত্ত জোয়ান
চোখের নিশানায় বসালো মৃত্যুদূত
প্রতি কার্তুজে গোলাপের জন্মের আহ্বান ।
ছিন্ন হলো মানুষের মাংস
হৃদপিণ্ডটা চললো মিনিট পাঁচেক
আত্না মুক্তি পেল
গৃহযুদ্ধের অভিশাপ থেকে ।
রক্তে ফুটলো লাল গোলাপ
মর্যাদায় ভর্তি এক অজ্ঞাত সুবাসে।
পরাজয়ের মেঘ পুরোটাই ছেয়ে গেল
শোভিত লাল গোলাপের বর্ধনে।