কুয়াশার চাদর ঘনীভূত
রাজপথে আর প্রাঙ্গণে।
মুক্তমনা ফুলের বর্ধন
থেমে যায় মাঘের হিমবাহে।
এক দমকা শীতল ঝড়
হঠাৎ ফেঁপে উঠছে
সিলেটের প্রাণকেন্দ্রে।
হাড়ভাঙা শীতের রুক্ষতা
তাঁরা অনুভব করে প্রতি পরতে।
কাণ্ড, পাতা, শিকড় শুকিয়ে যায়
উষ্ণ সহায়তার দরুনে।
কেউবা ঝড়ে পড়ে
শত সাবধানতার মাঠ পেরিয়ে।
মালির সৃষ্ট শীতল কালো ঝড়
সদা অগ্রণী!
মুক্তমনা ফুলের দমন পীড়নে।
ঘাসফুলের মাঠের বিক্ষোভে
জমায়েত শত আহত ফুলের দল।
মুখে তাঁদের সত্যের শ্লোক
হৃদয়ে কষ্টিপাথর।
আমরণ অনশনে
তাঁরাই আনবে ভোর।
সেই ভোরে ঝরে পড়বে
বৃষ্টির শত গ্লানি।
সিলেটের রাজপথ- প্রাঙ্গনে
আসবে কল্যাণী।
সমাধান হবে কি সব?
রাজমাতা চেয়ে দেখো একটুখানি
এই অনুরোধ!
রাজমালীর কর্ম কুণ্ডলী।