টিক- টক, টিক- টক, টিক- টক
করে ঘুরছে ঘড়ি; ঘুরছে মৃত্যু দূত।
হানা দিবে! দিবে হানা!
এভাবে কনফিউজড হয়ে চলছে
যমরাজের আত্মা - আত্মা খেলা।
মত্ত মানুষ নীল সবুজ গ্রহে
আগুনের সাথে টাকার বাজিতে।
বাজিতে হার জিত হচ্ছে হোক
পুড়ছে শুধু সবুজ বাড়ি!
কাফনের কাপড় দিচ্ছে শুধু
নীল দরিয়ার মানুষগুলি।
আগুন আগুন খেলতে খেলতে
টাকাগুলো যদি যাইতো পুড়ে!
পুড়তো না আর সবুজ বাড়ি
বাড়তো না আর পাপের ভাগী!
কনফিউজড খেলা হইতো বন্ধ
যমরাজ থাকতো খুশি।