জীবনের প্রতিটি পাতায় আছে কিছু সংখ্যা
এক,দুই, তিন,চার এভাবেই চলছে আর চলছে
তবে এখনও তাদের ক্রমের সমাপ্তি হয়নি
ছোটগল্প নয়তো উপন্যাস হবে কিছু একটা।
সূচিপত্রটি যেন পুরনো আমলের
মলিন আধো ছেঁড়া পুঁথির মতো
পরিচ্ছেদ গুলো তেমন স্পষ্ট নয়
অনেকটাই সেকালের নাম হয়তো।
কাব্যিক কোনো ছন্দের লেশমাত্র নেই
সূচনারম্ভে ব্যর্থ কিছু কথা
পাঠকের মনে করছে বিরক্তির সৃষ্টি।
অবাঞ্ছিত কিছু চরিত্রের আনগনায়
তাদের জন্য প্রিতমদার পলক থেকে
দুফোঁটা গড়িয়ে পড়া অশ্রুর
মাশুলটা কত হতে পারে?
জানি না!
শুধু অপেক্ষা উপসংহার দেখার
তাঁর জন্য নিরুপায় ভাবে মৃত্যুর প্রতীক্ষা
যে এটা ছোটগল্প নাকি উপন্যাস!