স্বপ্ন নিয়ে এসেছি চোখে
ভরা ঘুম ঘুম রাত জেগে
চেয়েছি শুধু সফলতা একবিন্দু
স্বপ্ন পূরণ আমাদের হবে, বিশ্বাস এই মনে।
স্বপ্ন ঘুড়ি উড়ে চলে
হতাশার অশ্রু ভেজা প্রহরে
নির্জনতায় কাটে সময়
পাপানুভূতি মাঝে মাঝে পায় প্রশ্রয় ।
অস্তিত্বতে জন্মানো শুদ্ধ ফুল
চায় মুক্ত বিহঙ্গের মতো উড়তে
হিংস্রতায় ভরা বুনো সমাজ থেকে চায় মুক্তি
দেনা পাওনা মিটিয়ে দিয়ে চায় স্বস্তি।
সেই কবেকার দেখা
স্বপনের পিছনে ছুটে চলা ট্রেনে
হারিয়ে চলেছে শত শত মানুষের দৈনন্দিন কাহিনী।
কী আছে জীবন শেষে?
কী নিয়ে থাকবো শেষে? বাঁচবো কি সাধে?
জীবন আয়ু ফুরিয়ে চলছে, রে রাম!
গোধূলির আকাশে সদাই সূর্য ডুবমান।
আমাদের আর সাধ্য কী?
ব্যস্ত সময়ের ভীড়ে নিজেকে হারিয়ে ফেলার
এই ধারাই আলবাত বহমান।