মৃত্যু নামার বিজ্ঞাপন ছাপছে যান্ত্রিক বাস্তবতা
আঘাতের রঙ ফুটে তুলছে কালচে ধূসর সত্যতা
বেদনা আত্মচিৎকার করে বিষাক্ত কষ্টের আর্তনাদে
আধুনিক আলোয় ঝরে পড়া ইচ্ছেরা
বুনে চলে জ্যামিতিক নকশা
মুখোশের অভিমানে মনষু্যত্বে আসুরিক প্রতিচ্ছবি
তৈরি করে খুব গোপনে এই সভ্যতা।
বিষণ্ণতায় জমা আমার চোখ বুজে আসে প্রতিবার
শিরদাঁড়া সোজার চেষ্টায় মরে বাঁচি শতবার
আর কতবার হে ! আর কত বার।।
ধুয়ে মুছে দিয়ে কষ্টের কালিমা মাখা আত্মগ্লানি আমার
নিজের হৃদপিণ্ড খুলে দেখাব
কী ক্ষত বিক্ষত স্মৃতির বিস্তার
জীবনের ইতিহাসে ক্রোধের আগুনে জন্মানো শুদ্ধ আত্মা
ঘোষণা দিয়েছে নিজেকে বাঁচানোর দায়ভার।
ভালোবাসায় জড়িয়ে থাকা পরিহাসের বৃষ্টিতে
সুখী হয়ে থাকার অভিনয়ে উপমার ছড়াছড়ি
ব্যস্ত জীবনে পুষে রাখা ভালোবাসার মহামারী
ভালোবাসার মহামারী। ।
আক্রান্ত মানব মানবীর নিশাচর হয়ে যাওয়া এখন
পেশাদার রীতি নীতি
গল্পের পাতা জুড়ে চলে অসীম প্রতীক্ষার চিত্রণ
রক্তের জলছাপে চলে
তোমাকে ফিরে পাওয়ার অভিসন্ধান
কোনো একদিন ডাকবাক্সে আসবে তোমার চিঠি
শেষ হবে ভালোবাসা মহামারী নামক
ঘাতক ব্যধির মহাকাল ।।
ঘাতক ব্যধির মহাকাল।
মহাকাল ।
শেষ হবে ভালোবাসা মহামারী নামক ঘাতক ব্যধির মহাকাল ।।
ভালোবাসায় জড়িয়ে থাকা পরিহাসের বৃষ্টিতে
সুখী হয়ে থাকার অভিনয়ে উপমার ছড়াছড়ি
ব্যস্ত জীবনে পুষে রাখা ভালোবাসার মহামারী
ভালোবাসার মহামারী। ।