নামবে কী ময়দানে?
বৃষ্টি যে এখন!
থাক, একটু জিরিয়ে নাও।
করবে কি যুদ্ধ?
অস্ত্র যে ভঙ্গুর তোমার।
থাক, নতুন অস্ত্র আনা হোক
আপাতত যুদ্ধের অবসান।
বিশ্বাসঘাতকে কি বধ করবে?
থাক, সে তো তোমার আপনজন।
করলো একটু ক্ষতি!
প্রান তো আর, নেই নি একদম।
রক্ত কি ঝরাবে?
থাক, এসবের কিবা প্রয়োজন!
আপস মেনে,
গোলামীর তকমাটায় বরদান!
নেই তো রক্তপাতের দৈবযোগ ।
বিজয়ীর বেশে আসবে কি তুমি?
এসবের আর কি প্রয়োজন!
শুধু শুধু দায়বদ্ধতা
আর দায়িত্বের আড়ম্বর।
সাঁতার কেটে পার হবে কি সাগর?
যেখানে হীরক আর অমৃতের
মিলবে সন্ধান!
থাক না মাছ, ভাত, ডালের
নেই তো কোনো অভাব।
এসব খেয়ে পড়েই
আছি তো বেশ।
আর করে হবে কী সন্ধান?