মেঘ পাহাড়ের গাঁয় (১)
একবার অভিমান করে পাহাড়ে গিয়ে ছিলাম।
মনোহর হিমেল মেঘেদের সাথে
বেশ একটা আপন সম্পর্ক হলো।
অতি প্রিয় অভিমান করে
ঘর ত্যাগী হওয়ার গল্পগুলো
ওরা সবাই জানে।
আপনা যখন আপনা হতে মুক্তি পেতে চায়
কেবা তারে ধরবে টেনে আপনা ইচ্ছায়।
মেঘেরা একবার বলেই ফেললো
চল আমাদের সাথে,
তোকে নিয়ে ঘুরে আসি বহু দূরের গাঁয় ।
দেখবি কেমন পাখিদের উপরে থাকি।
পৃথিবীর বৃত্ত, শূন্য মাঠ, সব কিছু স্বচোখে দেখবি।
দেখবি আগামী পৃথিবী কিম্বা তার পরের পৃথিবী।
আমরা কেউ দুখী নই, সুখও আমাদের ছুঁতে পারেনা
পরে যাই ঝরে যাই, জলে, স্থলারণ্যের ফুলে
ফিরে আসি এই দেশে।
চলে আয় আমাদের সাথে।
আমাদের কোনো মৃত্যু নাই।
দীর্ঘশ্বাস নেই, প্রান্ত নেই,
ঠিকানা কেবল সুবিশাল আকাশ।
আয়-না! আয় আয়।
---চলমান পাতা