হয়তো একথা কেউ বলে ছিলো
কোন এক যুগ কিংবা শতাব্দী আগে;
বলে ছিলো নির্জন প্রান্তে দাঁড়িয়ে।
রাতের আকাশ যখন, তারায় তারায় ভরে যাবে;
ঠিক তখন তুমি আমায় ভুলে যাবে।
কেন জানি বলে ছিলো একথা টুকু।
উত্তরে প্রেমিকা বলেছিলো,
প্রতিটা নারী জ্যোৎস্নাময়ী;
জ্যোৎস্নার মত নরম!
আমিতো একান্ত তাদেরই একজন।