একদিন গভীর অন্ধকারে,
অন্ধকার আমাকে প্রশ্ন করলো
কবি!আমি তোমার এতো প্রিয় কেন ?

আমি বললাম তুমি অন্ধকার তাই!
অন্ধকার মুখ চেপে হাসলো...
তুমি অন্ধকার বলে আলোর মূল্য
শিল্পীর তুলি তোমার ছোঁয়ায় পূর্ণ রূপ দেয়
তুমি অন্ধকার তাই শোক বলে কথা আছে।

অন্ধকার অবাক হয়ে তাকিয়ে বললো
আমি সবার কথা বলিনি কবি
শুধু তোমার কথা বলো!
কেন তোমার পোশাকে কালোর ছাপ
তারপর আমার বুকে জেগে থাকো অনেক বেলা
আবার যখন আলোর তাড়া খেয়ে পালাই
তখনও তুমি ধরে রাখো চোখের পাতায়।
কেন?

অন্ধকারকে বললাম,তোমার বুকের নীরবতায়
আমি তৃপ্তি পাই;
গল্পের মধ্যে যেমন গল্প থাকে
তেমনি কথার পেছনেও কথা থাকে;
সব কথা বলা যায়না।
অন্ধকার নির্বাক হয়ে
তার বুকে জড়িয়ে রাখার প্রতিজ্ঞা করলো।