ভালোবাসতে হলে প্রবল ইচ্ছেটা রাখতে হয়।
প্রতি মুহূর্তে অপেক্ষার সিঁড়ি বাইতে হয়।
রাতের সাথে গভীর সম্পর্কে জড়াতে হয়।
চোখের জল অনায়াস গড়াবে অজান্তে
নিজস্ব একটা অভিমানের পাহাড় থাকবে
সব মিললে হয় প্রেম প্রেম খেলা।
অসময়ে বৃষ্টি দেখার স্বাদ,
বহু দূরের পাহাড় দেখার বায়না
অল্প হেলায় মরে যাওয়ার অভিনয়
সব মিললে হবে প্রেম প্রেম খেলা।
ভালোবাসাটাকে ভাববে একদম কাঁচের মত
ঘোলা জলে মাছের মত।
জোর করে তেতো খাওয়া
রাতবেরাত পালিয়ে থাকার মত
সব মিললে তবে প্রেম প্রেম খেলা।
মনের মধ্যে থাকবে ভয়,
প্রতিদিন জন্ম হবে নতুন নতুন স্বপ্নের!
কিছু বিশ্বাস মরে যেতে চাইবে
থাকবে একজন অশরীরী
বাড়ী ফিরতে পথ ভুলে যাবে
সব মিললে হবে ভালোবাসা।
হঠাৎ করে আকাশ, চাঁদ-তারা, অন্ধকার বৃক্ষ
হয়ে যাবে কিছু মুহূর্তের স্বাক্ষী।
বেঁধে যাবে মায়ায়! অজানা এক মায়া।
বইতে পারে চাল উড়ানো ঝড়,
ভাঙতে পারে রাস্তার মাঝখান
সব সামলে গেলে তবে
বহুদূর!! অথবা চৌত্রিশ কিংবা ছাপ্পান্ন।