তোমার অপেক্ষায় ছিলাম অনেকটা দিন।
আজ তুমি এসেছো অনেকটা পথ পাড়ি দিয়ে।
সেই পর্বতের দেশ হতে ঝর্ণাধারার বাহারিত্ব ফেলে!
একটু দাঁড়াও এই বটের তলে,
অনুভাব হয় ঝিরিঝিরি শীতল হাওয়া আসছে।
এ..এ..এখানটায় বসো দক্ষিণ মুখ করে, লোকালয় শূন্য পাবে।
এবার চলো,, ওঠো আমি হাত পেতে দিয়েছি তুমি ধরো।
তুমি খুব ক্লান্ত মনে হয়; তৃষ্ণায় তোমার কন্ঠনালী শুকিয়ে গেছে!!
এখানটায় দাঁড়াও আমি এক পেয়ালা জল তুলে দেই।
ওখানে তাকিয়ে কি দেখছ?
ওটা যে আমার থাকার ঘর,
হ্যাঁ ওটা আমারি ঘর!
পাট কাঠির বেঁড়া।
উপরে ছোনের চালা কাঁচা মাটির লেপ।
একখানা মোটা পাতার হোগলায় শুয়ে থাকি কুটো ভরা বালিশ পেতে।
ওখানটায় দেখতে পাচ্ছো?
আড়ায় ঝোলানো হাড়িকেন"
যখন চাঁদের অালো না আসে তখন ওটাকে জ্বালাই।
তোমাকে যে কোথায় বসতে দেই!!
এটা আমার জীবন,
জলে ভাজা তেল হীন তরকারি,
নুনহীন পান্তার মত।
এখানে খুব শান্তি পাই,
ঘরে গুয়ে রাতে আকাশের তারা দেখি, চাঁদের আলো দেখি, জোনাকিদের মিল মেলা দেখি।
সবুজের সাথে গল্প করি পাখিদের সাথে গান গাই।
এখানে বড্ড শান্তি পাই।
ঐ গাছটা দেখতে পাচ্ছো?
ওটায় হাঁসনাহেনা ফুল ধরে,
রজনীতে সুবাসিত করে।
একটু অপেক্ষা কর তোমার খোঁপায় গেঁথে দেই
চারিপাশে কেউ নেই,
শুধু তুমি আর আমি ছাড়া,
এখানে কেউ আসবে না।
দূর থেকে কেউ ডেকে চাইবে না একটু আগুন দেবে সিগারেট জ্বালাবো।
এখানে শুধু আমি দেখবো তোমাকে মন ভরে,
সেই প্রতিক্ষায় ছিলাম বহু শতাব্দী।
প্রতিক্ষায় ছিলাম এই দিনটির,
প্রতিক্ষায় ছিলাম।