খোলা চুলে তোমায় বেশ লাগছে আজ।
সত্যি বলছি যখন প্রজাপতি এসে ঘুরেফিরে চারিপাশে!
খোলা চুল আমারে যে পাগল করে দেয়;
দক্ষিণা বাতাস এসে যখন এলোমেলো করে।
তোমার খোলা চুলের পরশে আমার প্রতিটা ক্ষন হয় গোধূলিময়।
ইচ্ছে হয় তোমার কর্ণচাঁপে অস্ফুট গোলাপ গেঁথে দেই।
এটা কোনো কল্প কথা নয়!!
চলমান পথের মাঝে আবেগ প্রবল ভাবনা।
তুমি কোনো নদীর তীরে দাড়িও না,
হলুদ বেনারসী পরে।
অন্যের কু'নজর হয়তো তোমায় আমার থেকে ছিন্ন করে দিবে।
কারন আমি জানি, তোমার রেশমি কালো চুল আর কর্ণচাঁপের কলি মাতাল হবার সুবিশাল পথ।
তুমি কভু আঁচল ফেলে পথ হেঁটোনা রাধিকা!
তোমার ঐ চুল বাতাস এসে ছুঁয়ে দিলে আমার হিংসে হবে যে।
কোনো নির্জন প্রান্তে জন শূন্যতায় এসে,
খোঁপা করা কিংবা বেনি করা বাঁধন খুলে দিও;
আমি দেখবো, প্রাণ ভরে আমি দেখবো।
যতক্ষণ না আমার দুচোখ তৃপ্তি রসে পূর্ণ হয়।
দারুন লাগবে তমা    তখনো তোমায়,
রেশমি কালো ঝরঝরে এলোমেলো খোলা চুলে।