তুমি রোজ ভোরে শিউলি তলে ফুল কুড়াও
থালা ভরে ছুঁয়ে আসো দূর্গার পদতল
তুলসীর জন্য জ্বালাও পাঁচ খানা ধূপ কাঠি,
সূর্যকে করো প্রণাম।
গঙ্গা জলে প্রসাদ ভাসিয়ে নিজ হাতে চুমু খাও,
সেখান থেকে একটা চুমু নাহয় বাঁচিয়ে রেখো আমার জন্য।
অথবা
তখন বসন্তের সকালে কুয়াশায় ভরে যায় চারপাশ।
পুকুর ঘিরে যেন মেঘ ভেসে আছে
ওযু করে ফজরের সালাতে সামিল হও।
মোনাজাত শেষে জায়নামাজে চুমু দাও
সেখান থেকে নাহয় একটা চুমু বাঁচিয়ে রেখো আমার জন্য।
কোরআন, গীতায় চুমু খাও
একটা ফুটফুটে শিশুর গালে চুমু খাও,
স্কুল থেকে ফিরে মাকে জড়িয়ে চুমু খাও।
চুমু খাও তুমি পালিত শালিকের পালকে
সেখান থেকে নাহয় একটা চুমু বাঁচিয়ে রেখো আমার জন্য।
বন্ধুর বিদায় জড়িয়ে চুমু খাও
কথা রাখা মানুষগুলোর কপাল ছুঁয়ে যায় তোমার ঠোঁট,
হঠাৎ দেখা প্রিয়জনও বাদ যায়না
সেখান থেকে নাহয় একটা চুমু বাঁচিয়ে রেখো আমার জন্য।
লক্ষ শ্রোতার মঞ্চে উঠতে চুমু খাও তিনবার,
অর্জিত কিছু অভিজ্ঞতায় চুমু খাও
মাস শেষ মাইনে পেয়ে তাতেও চুমু খাও
সেখান থেকে নাহয় একটা চুমু বাঁচিয়ে রেখো আমার জন্য।
আমাকে পাওয়ার কল্পনায় ঘুমে ঘুমে চুমু খাও
স্মৃতির শুকনো বকুল ফের চোখের জলে ভেজাও
চিরকুটগুলো খুঁজে খুঁজে চুমু খাও।
হঠাৎ যদি আমাকে পাও!
সেই প্রত্যয় হাওয়ায় হাওয়ায় যে চুমু তুমি রোজ খাও
সেই সব চুমু থেকে আগাম একটা চুমু নাহয়,,,,,,,,,