ধান শালিকের ছানা, মেলেছে আজ ডানা।
কোথায় সে যে উড়ে যাবে জানে না।
ঐ যে দূরের হিজল বন, তারপরেতে নীল গগন। সূর্য যেথা উঁকি মারে পূবের গ্রামখানা।
উড়ে উড়ে দেখবে সে, শুনবে না মানা।
ধান শালিকের ছানা, মেলেছে আজ ডানা।
কোথায় সে যে উড়ে যাবে জানে না।


কোথা হতে নদী বয়; নতুন বধু কোথায় রয়।
নৌকাগুলো কোন ঘাটেতে করে আনাগোনা।
উড়ে উড়ে দেখবে সে সকল অজানা।
ধান শালিকের ছানা, মেলেছে আজ ডানা।
কোথায় সে যে উড়ে যাবে জানে না।


বাঁশির সুরে মন কাড়ে, রাখাল বাজায় কোন দূরে?
কোথা হতে ভেসে আসে প্রভুর বন্দনা।
ঘুরে ঘুরে দেখবে সে, ঘরে রইবে না।
ধান শালিকের ছানা, মেলেছে আজ ডানা।
কোথায় সে যে উড়ে যাবে জানে না।


উড়তে গিয়ে শালিক ছানা বুঝলো খানিক পর
তপ্ত রোদে, ঝড়ো বাতাসে হয়ে সে কাতর।
দুষ্টু কিশোর, শিকারী প্রাণীও করে যে হানা।
ধান শালিকের ছানা, ভাবছে তখন গুটিয়ে ডানা।
এ জগতে উড়াটা সত্যিই সহজ না।
এ জগতে ঘোরাটা সত্যিই সহজ না।