গরম বেজায়
সহ্য করা দায়।
হয়ে নিরুপায়
করি হায় হায়।

বিদ্যুত আসে যায়
লোকে বিষম খায়।
স্বস্তির আশায়
ছুটে ডানে বাঁয়।

বাস যাদের রাস্তায়
বাঁচতে জীবিকায়।
হয়ে ভীষণ অসহায়
গরমেও খেটে যায়।

সারাটি বেলায়
গরমের হলকায়।
ঘামে শরীর চুলকায়
মরে প্রাণ তেষ্টায়।

রোদ আর খরায়
ধরনী শুকায়।
জল কামনায়
কষ্টে দিন গুজরায়।

গাছের ছায়ায়
পথিক দাঁড়ায়।
শরীর জুড়ায়
দেহে বল পায়।

গাছ পরম মমতায়
পরিবেশ বাঁচায়।
আমাদের শত অবহেলায়
আমদেরকেই আগলায়।

এমন হয় কে কোথায়
পরম বন্ধু সহসায়।
মানবের ভাল থাকায়
সারাটি জীবন বিলায়।

কিন্তু দিন দিন হায়
সব গাছেরা হারায়।
নব অট্টালিকায়
আর নানা স্থাপনায়।

যত দিন গড়ায়
বন-বনানী কমে যায়।
কার আছে দায়
আমাদের একটু কি ভাবায়?