আবার প্রতিভাকে জাগিয়ে তোলার দৃঢ় অঙ্গীকার,
চিরচেনা কাহিনীর সারমর্ম ধ্বংসস্তূপে আবিষ্কার।
বিচ্ছিন্ন এক আমি প্রতিভা শূন্য,মস্তিষ্ক কল্পনায়,
সমাজে আংশিক পরিবর্তন,প্রদীপে ঝড় হাওয়ায়।
হারিয়ে হারানোর রহস্য খুঁজি,করার স্বপ্ন হাজার,
রাত্রিদিন বিরামহীন গভীর পর্যবেক্ষণ,স্বপ্ন প্রসার।
চিরকুট সমৃদ্ধ,বিস্তৃত ভাষায় লিখিত আদি প্রকৃতি,
জানি ভুবনে বর্তমান মুমূর্ষ-লগনের সম্বল সম্প্রীতি।
পৃথিবীর বুকে পুরোটা জুড়ে হবে জ্ঞান-বিচরণক্ষেত্র,
শূন্যের বৈশিষ্ট্যের সাথে হয়ে থাকব মহাত্রাশ নক্ষত্র।
প্রতিবার উন্মোচনের সঙ্গীর হব নতুন নতুন অধ্যায়,
বুদ্ধিবৃত্তিক বিস্ফোরণের বিজয়ের আলোকময়তায়।
আমি বিশ্বকোষের সংজ্ঞায়িত রূপের পুরো সারমর্ম,
অনুসন্ধানের শাস্ত্রে হতে চাই, মঙ্গলের বিস্ময়-কর্ম।
৩০ নভেম্বর, ২০১৯