অন্ধকারের খানিক আলোতে,
উজ্জ্বল দৃষ্টান্ত স্পর্শের ছোঁয়াতে।
তুমি আমার বাস্তবিক সত্ত্বা,
কল্পনার ছায়ায় শীতল নিরাপত্তা।

ছন্দিত বাজনা হৃদয় গহীনে দেয় দোলা,
বহিঃপ্রকাশ বলে,"এসো, ছন্দের সাথী হও"।
মনের আড়ালে প্রনয়ের পৃথিবী খোলা,
আমি হাসি,বলি,"রঙিন করো,ছুঁয়ে রও"

অসংযমী আমি হৃদয় দোলাতে রাজি,
আমি হাজির নিয়মের নিমন্ত্রণ ছাড়ায়।
অমরাবতী সহায় হোক কর্মের শৃঙ্খলাতায়,
যাব ওখানে,রঙিন হব,মোলাকাত হবে আজি।


কথার উত্থান-পতনে মনে কাঙ্খিত বাক্য পাঠ,
স্পর্শকাতর টিস্যুর আড়ালে খুলেছে প্রেম-কপাট।
সব্যসাচী আবদার খানিক সময় জ্বালাতনের প্রান্ত,
যুগবতার সংকটে পতিত,স্পর্শ-ভালবাসায় বিভ্রান্ত।


০৮ মে,২০১৮