রাতের প্রদীপ ছায়ার সঙ্গী, তোমার অপেক্ষায়,
দিন কাহিনী, রাত্র বুঝিনি কখন সন্ধ্যার মায়ায়৷
আলোর পৃথিবী আবেগ রঙিন স্পর্শ কাছে টেনে,
গল্প লেখা, হাজার স্মৃতি নিয়ে হঠাৎ আপন মনে।


সত্যিই কি উক্তি মিথ্যে করে চলে গেছ সব ছেড়ে,
আমায় ফেলে অনেক দূরে পৃথক সীমানা ধরে!
মনের কাব্য গুপ্ত রহস্য, ক্ষুদ্র আশায় ক্ষুধার্ত,
নিঃশেষ আমি, দ্বি-প্রহরের স্বল্প আলোতে ব্যর্থ।

নামধারী প্রেমের পরাজিত সৈনিক লজ্জায় ধন্য,
চাহনি চাকচিক্যে তাৎপর্যপূর্ণ নিশ্চয়, কিন্তু শুন্য৷
উপসংহারে দ্বিধাহীন করে কাঁদালে আমায়,
অনুরোধ ব্যর্থ ;নিঃশব্দ ক্রন্দন ধ্বনিতে বিদায় ‌‌‌‌।।


১৭ জুলাই, ২০১৭