নৃলোকে বিসৃত জ্ঞান অধিক নৈকষ্য,
বিধাতার মহিমা অভেদ্য এক রহস্য।
আসমান ভেদ করেও মন্ত্র হয় না রপ্ত,
ভরনা বিপদে প্রতিকূল,প্রিয় থাকে সুপ্ত।
বৃষ্টির পদাঘাতে, ভিন্ন বস্তু ছন্দ-নৃত্যে ব্যস্ত,
জেগে থাকা হৃদস্পন্দন ক্রোধে ধূসর সমস্ত।
সব বৃথা,ঘোষণার সারমর্ম যুদ্ধে পরাজিত,
রীতির নীতি ধ্বংস করে সমাধি আলোকিত।
পার্থিব-সংস্কৃতি গড়বার জন্য প্রাণপণ চেষ্টা করা,
ব্যক্তিত্ব সম্পূর্ণ করবার নয়, বরং অর্থলোভ ভরা।
সামান্য আঘাত বিশাল হয়ে ঊর্ধ্ব-আকাশ কালো,
হারানোর ভয় হারিয়ে গেল, আমিত্ব কেড়ে নিলো।