বাস্তব ধ্বংস,হাসে হংস,করে রচনা রহস্য,
সময় চলনে আমি গতিময়,ভ্রমণে পারস্য।
দিনের শেষে সন্ধ্যার হয়ে পৃথিবী হাসালে,
শাসনকার্য শেষের দিকে চিত্তে শান্তি পেলে?
জ্ঞানীর প্রাসাদ অগ্নির দম্ভ সহ্য মুখ বুজে,
আহরণে ব্যস্ত অদ্ভুত জীব বাঁচার উৎস খুঁজে।
বীরের মতো চিৎকার করে ভয় হারিয়ে গেছে,
বিনিময় হচ্ছে অল্প,তবুও পুরনো সম্পর্ক মিছে।
খুব আয়ত্তে আসা মাত্রই,হারাচ্ছি সব আবার,
তাই হারিয়ে গেলাম,ফিরিয়ে নিলাম প্রতিশ্রুতি৷
যেন কোনদিন ভেবে কাঁদতে না হয় নীরবে আর,
প্রস্থান সম্মুখ না ভেবে,একটু বাঁচার শেষ প্রস্তুতি।
স্পর্শ করছে না উদ্দেশ্য,ইচ্ছের সঞ্চার ক্ষয়,
নিজ তাগিদেই মঞ্চ সাজাতে মন প্রস্তুত হয়৷
উত্তর সন্ধানে বাকিটা পথ দিব পাড়ি অহনিশি,
আমি আমার আশা-উদ্যানের কর্মসূচিতে খুশি।
২৬ মার্চ, ২০১৮