খোদার অশেষ মেহেরবান,
ধরায় সবই তোমার দান ৷

পূর্ণ তোমার লীলায় ভুবন,
সকল কাজে তোমায় জপন।

তোমার নামে শুরু চলা,
তোমার নামে শেষ বেলা।
সৃষ্টি মোরা ছুটছি পালা,
দূর প্রান্তরে ভাগ্য খেলা।

জগতে তোমারই সৃষ্টি সব,
তুমিই প্রভু,সর্বকিছুর রব।

তোমার দয়ায় ছুটছে জাহান,
ক্ষুদ্র-বিশালে একত্ববাদ-গান।

তোমার নামে মুমিন যুদ্ধে নামে,
বিক্রি হয়না সস্তা মিথ্যার দামে।
তার বিশ্বাস থাকে পূর্ণ অটুট,
অত্যাচারী যতই মারুক,কাটুক।

তাই গাইছি তোমার শান,
যেন পুতপবিত্র হয় প্রাণ।
খোদার অশেষ মেহেরবান,
ধরায় সবই তোমার দান ৷


সবাই তোমার সাচ্চা অনুগ,
সাহায্য চাই,হলে অন্তরের রোগ।

১ অক্টোবর, ২০১৯