আমি পাওনাগুলি বুঝে নিব,
না হয়,অন্য কোন জন্মের ভিড়ে।
তোমার চোখের সামনে এসে দাঁড়াবো,
শেষ ভ্রমণ শেষে ফেরার পথের পরে।
বিপর্যয়ে ভাঙবো আমি হাজারবার করে,
তবুও তোমার সম্মুখে সদা হাসি,হাজির নিয়ে।
না হয়,বেদনাগুলো মুখ বুজে,
সহ্য করে যাব একাই আমি।
পশ্চাতে ঢেউয়ের প্রবণতা থাকুক,
সম্মুখের চোখে তোমায় খুঁজে নিব।
আনন্দের সাথে তোমায় আগলে,
আমি না হয়,কাঁদবো গিয়ে আড়ালে।
সন্ধিক্ষণের সময় অজান্তেই,
দিও না হয়,আমার চাওয়াগুলি ফিরিয়ে।
শুরুর আহ্লাদে হতবাক হয়ে,
একদিন ফিরে পাবো সকল ভালোবাসা।
তাই অপেক্ষা গুনে যায় নিরবে চাওয়া,
সকল আবদার হোক পূরণ,আসুক ভালোবাসা।
০৭ মে, ২০২০।