কিছু চাওয়া সর্বদা মুক্ত অবারিত,
সীমানাহীন নীল আকাশের মত।

কিছু চাওয়া ঘিরে মন থাকে মুখরিত,
কিন্তু উত্তরহীন ভাষার ভাষ্য আছে কত!

কিছু চাওয়া নিজের জন্য নয় জানি,
তবুও অনেক প্রত্যাশা নিজেতে শুনি।

কিছু চাওয়া সকলের ব্যক্ত ভাষা,
তাইতো নিজের সুখ পাড়ি দিয়ে আসা।

কিছু চাওয়া মনের প্রতিকূলে থাকে,
তবুও পাওয়ার মোহে পতিত লোকে।

কিছু চাওয়া কেঁদে যায় চিরকাল,
খুঁজে যদি পায় রঙিন একটি সকাল।

কিছু চাওয়া কাঁদে মনের অগোচরে,
সবসময় তারা কষ্টের মাঝে বাস করে।

কিছু চাওয়া আধারে গোপনে জ্বলে,
ভয় হয় যদি প্রকাশে পুড়ে মন দাবানলে।

কিছু চাওয়া সবার জন্য নয়,
এতে নষ্ট হয় মূল্যবান সময়।

কিছু চাওয়া জীবনে অভিশাপ,
তারা শান্তিতে বয়ে আনে পাপ।

কিছু চাওয়া পরিবর্তনের গান,
সর্বোচ্চ ভালোর জন্যই আহ্বান।

শক্তিমান অভিনেতা জীবনে কাঁচা,
দুর্বলের চাওয়া দু'মুঠো খেয়ে বাঁচা।

কিছু চাওয়া সংকট মোচনে আরোপ,
আবার পরিস্থিতি ভেদে বদলায় রূপ।

প্রবীণের দেশের বিভিন্ন ক্ষেত্র পরিবর্তন,
চাওয়া-পাওয়ার তরে শেষ হচ্ছে জীবন।

চাওয়ার জগতে ছেড়ে দিয়ে খোদা,
কর্মের উত্তরহীন উত্তর চাচ্ছে সদা।


১৭ ডিসেম্বর, ২০১৫