পৃথিবীর পুরোটা আমি দেখিনি,
দেখিনি অন্য মায়ার প্রকৃতি,দেশ।
খুঁজতে যাইনি অন্য রূপের বেশ,
আমি জানি বাংলা সর্ব রুপের রানী।
তার দেহ যেন অদ্ভুত সৌন্দর্যে সবুজ,
প্রকৃতির রং-নিশান নিতান্তই অবুঝ।
হৃদয় তার কোমল মাটি দিয়ে গড়া,
যেন বিধাতার অপরূপে সৃষ্টি করা।
দৃষ্টির সবটা জুড়ে,
মাঝির মধুর সুরে,
নদীর বিশালতা পার হয়ে,
সৌন্দর্যের লীলাভূমি দাঁড়িয়ে।
বাংলার মায়া ভরা পথে,
হাঁটতে হাঁটতে কখন সন্ধ্যা নামে।
হারিয়ে যাই বাংলার প্রাণেতে,
অজান্তেই মিশে যাই মায়ের গ্রামে।
মায়াবী সমারোহে ভরা,
বাংলার প্রতিটি বিন্দুকণা।
মায়ের স্নেহ দিয়ে গড়া,
সরু মেঠোপথ অনেক চেনা।
বাংলা আমার পুরো বিশালচিত্তে,
অহংকার প্রতিটি গৌরবের বৃত্তে।
আমি প্রতিবার শুধু হারাতে চাই,
সেই সৌন্দর্যের লীলাভূমি,বাংলায়।
১৮ জানুয়ারি, ২০১৬