ছারখার ছায়া কার শক্তি নেই দেখবার,
আমি বল শূন্য দৃষ্টিহীন তবুও বীরবল।
তোমার ছোঁয়াকে স্বল্প করে কাছে পাবার,
ইচ্ছের বিদায় দাও তুমি শৈবাল সবল।
অতি কাতর সুরে পৃষ্ঠার আবদার প্রকাশ,
কেন তুমি বারবার দিয়ে যাচ্ছ অগ্নি ত্রাস।
এত কিছুর মাঝেও স্বপ্ন বুনি দিন শেষে,
জাল্বার সন্ধানে বিপরীত প্রাস ভালবেসে।
দেখ হয়ে আছি কাছেই বায়ুর অক্সিজেনে,
যখন পূর্ণতা প্রাপ্তির ফাগুন আসে প্রাণে।
কান্নায় অধীর, অস্থির বন্যায় প্রবাহ আশায়,
লজ্জায় তুমি অকারণ সজ্জায় দিয়েছো বিদায়।
১০ মে,২০১৮