দেখ পুষ্পের সাজ,
ভুলেছে সে লাজ ।
বিন্যাসে বাহির সৌন্দর্য,
রূপের বাহার তূর্য।

শোভিত কোনো বিকেলে,
রেখে সেই পুষ্পরে আগলে।
তুমি গীতির স্মৃতি ,
নিয়ে থেকো সারা দিন-রাত্রি।

পৃথক বনের ফুলে ফুলে,
সুবাস ছড়ায় তুমি আছো বলে।
আমি আবার তোমার হব,
হবো গোপন;তোমারি রব।

তোমায় ভাবতে শুধু চাই,
থাকে যদি প্রহরের ধ্যানের সাঁয়।
বুঝি তোমারও ফুলবনে,
আমি পথিক ছিলাম প্রাণে-মনে।

যাব আমি তোমার ধরায়,
ভুলেছি সব লজ্জা-লাজ হায়।
নির্জনে বসেছি আজ,
একা গুনি পুষ্পের সাজ।

শোভিত সেই বিকেলে,
রাখিব পুষ্পরে আগলে।
মুখে বুকে প্রেম-বাণী,
তোমাতেই আমি শুনি।

রাত্রি শেষের আবেদন,
যেন গ্রহণ করে ভুবন।
যেন ভুলে যায় না মন,
তোমার,আমার বাঁধন।

৩০ ডিসেম্বর,২০১৯