হারায়ে হারায়ে প্রভাতের আলোতে,
আকুতি,মিনতির পূর্ণ প্রদান বিনয়েতে।
তারার ওই মায়াতে, ক্ষুদ্র ছায়াতে,
মিশেছি তোমারও ভিন্ন স্বভাবেতে।
স্মরণে ত্যাগের স্পর্শ,মহা শিরাতে,
আগমন বার্তার পূর্বাভাস ধ্বনি ধরাতে।
উপস্থিতি বিদীর্ণ করে প্রণয় ইচ্ছেতে,
তোমার ওই হাসিতে মিশেছি ভাবনাতে৷
মধুরও লগনের শান্তির প্রাপ্তিতে,
চুলের ওই গন্ধতে মাখিও আমারে।
সুখেরও স্মৃতি প্রসার ঘটুক বর্ষাতে,
বুকের স্পন্দনে নীরবতার পাহাড়ে,
তুমি গতির সচলতা দিলে আর্বতে ;
দিনক্ষণ ছুটিতে আমি পত্র উপহারে।
তোমার ওই চাহনির সৌন্দর্যের ব্যাপ্তিতে,
ভেসে যায় এই মন দূর কবিতার দিপ্তীতে।
হেসেছি কত যে, তোমারও ঠোঁটের কথনে,
তোমার হাসিতে গভীর উচ্ছাস আমার প্রাণে।
১৮ ডিসেম্বর, ২০১৬